নাটোরে দু’দল যুবকের সংঘর্ষে ৩ জন আহত

0
648
সংঘর্ষ

নবীউর রহমান পিপলু, নাটোর কণ্ঠ,
নাটোরে অভ্যন্তরিন বিরোধের জেরে দুদল যুবকের মধ্যে সংঘর্ষে রকি,বাপ্পী ও উল্লাস নামে তিনজন আহত হয়। এরা একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে রকি ও বাপ্পীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং উল্লাসকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রকি,বাপ্পী ও উল্লাস তিন বন্ধু। তারা যুবলীগের কর্মী। একই সঙ্গে চলাফেরা করে। নিজেদের মধ্যে কোন বিষয় মতানৈক্য সৃষ্টি হওয়ায় রোববার রাতে বিরোধ বাধে। কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিষয়টি নিজেরাই সমঝোতা করে নেয়। কিন্ত সোমবার দুপুরে কানাইখালী ফায়ার স্টেশন অফিসের ফিছনে ওই তিন জনের মধ্যে পুর্বের ঘটনা নিয়ে বিরোধ বাধলে একে অপরের ওপর ধারালেঅ অন্ত্র নিয়ে চড়াও হয়। এক পর্যায়ে একে অপরকে ধারালেঅ অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ফায়ার স্টেশন কর্মীরা আহতদের উদ্ধার করে তাদের নাটোর সদর হাসপাতালে রেখে যায়। পরে অবস্থার অবনতি হলে রকি ও বাপ্পীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কোন পক্ষ এখনও থানায় কোন অভিযোগ করেনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমধ্যবিত্তের সংকট- জান্নাত লাবণ্য
পরবর্তী নিবন্ধনাটোরে অযথা বাহিরে ঘোরা-ফেরা করায় শতাধিক মোটরসাইকেলে মামলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে