নবীউর রহমান পিপলু : নাটোরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন ছাত্র ও ছাত্রীবাসে কর্মরত নারী ও পুরুষ কর্মীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে স্থানীয় সুহৃদ সদস্যরা। শনিবার শহরের বড়গাছা এলাকায় সুজন ছাত্রাবাস চত্বরে কর্মহীন ২০জন নারী ও পুরুষ কর্মীদের মাঝে প্রায় দেড়শ কেজি চাউল বিতরন করা হয়।
নাটোর সমকাল সুহৃদের উপদেষ্টা দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি ও ইউনাইটেড প্রেসক্লাবের সভপতি নবীউর রহমান পিপলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় সমকাল সুহৃদ নাটোর কমিটির সভাপতি মাহতাব আলী উপদেষ্টা নাইমুর রহমান,দেলোয়ার হোসেন,রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement