নাটোরে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

0
188

নাটোর কন্ঠ : ভোজ্য তেল, চাল, ডাল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মঙ্গলবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টি জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিংড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুল আলম, যুব মৈত্রী জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজ্জিদ হোসেন ঝর্নাসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, চাল ডাল তেল গ্যাস সহ পণ্যর উর্দ্ধমূখি মূল্যের কারণে মধ্যবিত্ত, নিন্মবিত্তসহ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। সব জিনিসের মূল্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় সরকারের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসরকারী স্টিকারযুক্ত প্রাইভেট কারে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধনাটোরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে