নাটোরকন্ঠ:
নাটোরে নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করার দায়ে নরসুন্দর ও কাষ্টমারকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট তাসমিনা শিমু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়হরিশপুর এলাকার একটি সেলুনে অভিযান চালানো হয়। এসময় নরসুন্দর মিলন, নয়ন এবং কাষ্টমার আবির, শাকিল ও নাসিমুল ইসলাম ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। তখন তারা দোকানের মুল দরোজা বন্ধ রেখে নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করার দায় স্বীকার করে। পরে তাদের প্রত্যেককে পাঁচশ টাকা অর্থদন্ড দিয়ে ভবিষৎতে এমন কাজ করবেনা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
Advertisement