নাটোরে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও মাস্ক না পরায় মামলা,জরিমানা

0
849
mobial

নাটোরকন্ঠ: নাটোরে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও মাস্ক না পরায় বেশ কয়েটি মামলা ও জরিমানা করা হয়েছে। আজ দুপুরে নাটোর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নাটোরের সচেতনতামূলক প্রচার অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। আজ নাটোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরিয়াজ পিএএ মহোদয়ের উপস্থিতিতে শহরের কাপুড়িয়া পট্টি থেকে অভিযান শুরু হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শরীফ শাওন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে নীচা বাজার ও স্টেশন বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারায় ৭টি মামলায় ৯ জনকে মোট ৫৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি মামলায় মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআহম্মদপুরে উদ্বোধন করা হলো সৌখিন পায়রার হাট
পরবর্তী নিবন্ধনাটোর লালপুরের গ্রীণ ভ্যালি পার্ক ও সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে