নাটোরে পুত্রবধু ধর্ষণ মামলার শ্বশুর গ্রেফতার

0
235

নাটোর কণ্ঠ : নাটোরের গুরুদাসপুরের নব বিবাহিত পুত্রবধু ধর্ষণ মামলার ধর্ষক শ্বশুরকে ২০ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে (১৫ মার্চ) সিরাজগঞ্জ জেলার সলাঙ্গা থারার হাটিকুমরুল এলাকা থেকে র‌্যাব-৫ (সিপিসি-২) নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন

ও র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর নববধু ধর্ষণ মামলার ধর্ষক শ্বশুর মোঃ শাহনি খন্দ: (৪৫ গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে নাটোর র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, ধর্ষক শ্বশুর শাহিন খন্দ: জয়পুর হাট জেলার ক্ষেতলাল থানার বড়াইল গ্রামের মৃত শুকুর মাহামুদ এর ছেলে।

দীর্ঘদিন ধরে সে এবং তার ছেলে রিফাত খন্দ: গুরুদাসপুর শাহাপুরের একটি ইট ভাটায় কাজ করত। সেই সুবাদে রিফাত বিয়ে করে নববধুর মায়ের বাড়িতে ভাড়া থাকতো।

গত ১ সপ্তাহ আগে তাদের বিয়ে হয়। গত ১৪ তারিখে নববধু ও তার স্বামী ঘুমিয়ে পড়লে গভির রাতে সকলের আগোচড়ে শ্বশুর নববধুকে ঘুমন্তবস্থায় অন্যঘরে নিয়ে জোর করে ধর্ষন করে।

সে সময় নববধূর চিৎকারে সকলের ঘুম ভেংগে যায় পরে শ্বশুর পালিয়ে যায়। নববধূর মা শ্বশুর শাহিন খন্দ: নামে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ শাহিন খন্দ: (৪৫) নববধুকে ধর্ষেনের বিষয়টি স্বীকার করেছে। আটককৃক ব্যাক্তি শাহিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধনাটোরে বউ মেলা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে