নাটোর কণ্ঠ : নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সম্ভাবনাময় ফুটবলার শাফায়াত হোসেনসহ ২ জন নিহত হয়ছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে।
শনিবার রাতে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ সুতির পাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাটি টানা ট্রাক্টর ও সিএনজি চালিত থ্রি-হুইলারের মধ্যে সংঘর্ষে আশরাফুল ইসলাম (২৪) নামে এক নববিবাহিত যুবক নিহত হয়। এসময় সিএনজির চালকসহ চারজন আহত হয়।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইসাহাক প্রামাণিকের ছেলে।
অপরদিকে রোববার বিকেলে শহরের নারায়ণ কান্দি এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স এর মধ্যে সংঘর্ষে শাফায়াত হোসেন নামে নাটোর জেলা ফুটবল দলের এক সম্ভাবনাময় ফুটবলার নিহত হয়।
সে গোলকিপার হিসেবে ফুটবল খেলতেন। এ সময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে আরো ৩ জন আহত হয়। নাটোর -রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, শনিবার রাত আটটার দিকে আশরাফুল ইসলাম বনপাড়া থেকে সিএনজিতে বাসায় ফিরছিলেন।
পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড়ে পৌঁছলে মাটিটানার কাজে নিয়োজিত একটি ইঞ্জিন চালিত ট্রাক্টর সিএনজিটিকে চাপা দেয়।
এতে সিএনজির চালক ও আশরাফুলসহ পাঁচজন আহত হন। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে আশরাফুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি আরও জানান, আশরাফুল ইসলাম মাত্র একমাস আগে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন।
এখনো তার হাতের মেহেদী রং শুকায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেরামত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।