নাটোরকন্ঠ:
নাটোরে পৌরসভার ৩টি ওয়ার্ডে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পৌরসভার ১ নং ওয়ার্ডে রুথ বাড়ি জামাল গাজী নিজ বােিড়ত ৩০০ জন, ২ নং ওয়ার্ডে নববিধান উচ্চ বিদ্যালয়ে চত্ত্বরে ৩০০ জন, ৩ নং ওয়ার্ডে সেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ জন , মোট ৯০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করেন নাটোর-২ ( সদর- নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়মী-লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, সদর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মকুল , জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম , পৌর সভার ২ নং ওয়ার্ড কমিশনার ফরহাদ হোসেন , সাবেক পৌর সভার ২ নং ওয়ার্ড কমিশনার জাহিদুর রহমান জাহিদ, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল সিদ্ধ চাল ৫ কেজি ,১ কেজি আতব চাল, ১ কেজি ডাউল, ১ লিটার তেল , ১ কেজি বুট, ১ কেজি আলু ,১ টি সাবান , ৫০০ গ্রাম লবণ।