নাটোর কন্ঠ : নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে এবং ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার ৭ মে সকাল সাড়ে ১১ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে গাজী অটো রাইস মিলের সামনে ঢাকাগামী সিয়াম পরিবহন‘এর সঙ্গে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, দুর্ঘটনাকবলিত ন্যাশনাল ট্রাভেলস‘এর চারজন এবং সিয়াম পরিবহন এর দুইজন ঘটনাস্থলেই নিহত হন। বনপাড়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো কয়েক জনের মৃত্যু হয়।
নিহত ও আহতদের পরিচয় শনাক্ত‘এর কাজ চলছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন। রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরানোর কাজ চলমান রয়েছে।