নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0
335
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নাটোর কন্ঠ : নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন বাবু (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার দুপুরে উপজেলার পাঁচুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন বাবু একই গ্রামের মো. আসকান আলীর ছেলে। তিনি একটি প্রাইভেট জাহাজ কোম্পানিতে কর্মরত ছিলেন। চার মাসের ছুটিতে তিনি বাড়িতে আসেন।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে পাট জাগ দেয়ার জন্য বিদ্যুত চালিত সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন আকরাম। হঠাৎ বিদ্যুত লাইনের ত্রুটি হওয়ায় সেটি ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় পরিবারের লোকজন বাবুকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার আকরামকে মৃত ঘোষনা করেন।আকরামের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলার পাঁচুড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় গাঁজাসহ এক জন আটক
পরবর্তী নিবন্ধনৌকাকে বিজয়ী করতে বড়াইগ্রামে বিশাল পথসভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে