নাটোরে বিশিষ্ট সমাজসেবক বখতিয়ারের পক্ষ থেকে ইফতার বিতরণ

0
565
Nasim

 নাটোরকন্ঠ: নাটোরের বিশিষ্ট সমাজসেবক ও মীর হাবিবুল আলম কন্সট্রাকশনের সত্বাধিকারী মীর হাবিবুল আলম বখতিয়ার পক্ষ থেকে শহরের ষ্টেশন বড়গাছা এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ষ্টেশন এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেন গণমাধ্যমকর্মী নাসিম উদ্দীন নাসিম,খান মামুন, সাব্বির হোসেন,তরিকুল ইসলাম,প্রান্ত,সোহেল। রোজার পুরো মাস জুড়ে শহরের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা অসহায় রোজদের মধ্যে ইফতার বিতরণ করে আসছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর জেলা বাস-মিনিবাস চেইন মাস্টারদের ঈদ সামগ্রী বিতরণ করলেন শিমুল এমপি
পরবর্তী নিবন্ধহোজ্জার গাধা ও টাইম মেশিন- তন্ময় ইমরান এর ছোট গল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে