নাটোর কন্ঠ : নাটোরের ভোলামন বাউল ও সমাজ কল্যাণ সংগঠন এর নিজস্ব কার্যালয়ে বাউল বাতায়ন মঞ্চে শুক্রবার এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিম।
লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আলোচনা সভা শেষে উপস্থিত স্থানীয় শিল্পীরা বাউল সংগীত পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন নাটোরের বাউল কুলের শিরোমণি বাউল কার্তিক উদাস, মাহাবুব খন্দকার, আব্দুস সালাস, আশরাফুল ইসলাম, শাহদাত হোসেন সহ অন্যানরা।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, কবি আসাদজামান,সাংবাদিক মেহেদী হাসান বাবু। অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কবি পলাশ সাহা, কবি আসাদুজ্জামান, আবুল কাশেম,আল আমিন মিঠু,বাউল নিজামুদ্দিন, আবুল কালাম আজাদসহ আরও অনেকে। সঞ্চালনা করেন বাচিক শিল্পী কামাল হোসেন।
Advertisement