নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কয়েনবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মিজানুর রহমান নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের হিজলী গ্রামের মৃত আব্দুল জব্বার ও নুরজাহানের ছেলে। তিনি গ্রীণ ল্যাবরেটরী ইউনানী ঔষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজার ছিলেন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার বিকেলে গ্রীণ ল্যাবরেটরী ইউনানী ঔষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজার মিজানুর রহমান (নাটোর-হ ১২-০০৫৭) নম্বর মোটর সাইকেল যোগে নাটোরের দিকে ফিরছিলেন।
পথে পাবনা-নাটোর সড়কের কয়েন বাজার এলাকায় পাবনামুখি প্রাইভেট কারের ( ঢাকা মেট্রো-গ ৩৭-৬৭৫০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
Advertisement