নাটোরে শতরুপা নাট্যগোষ্ঠির করোনা প্রতিরোধ মাস্ক, সানিটাইজার ও লিফলেট বিতরণ

0
361
শতরুপা

নাটোরকন্ঠ:

নাটোরের বড়াউগ্রাম উপজেলার বনপাড়া আজ বৃহস্পতিবার সকালেপৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় শতরুপা নাট্যগোষ্ঠির উদ্দোগে বিনামূল্যে মাক্স,  সাবান, হ্যান্ড সানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান,  শতরুপা নাট্যগোষ্ঠির সভাপতি শহিদুল ইসলাম ওসংগঠনের অন্যান সদস্যরা।স্থানীয় সাধারণ মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির বিভিন্নপরামর্শ প্রদান করা হয়।  এসময় সাধারণমানুষদের মাক্স,  সাবান, হ্যান্ড সানিটাইজরবিতরণ করা হয়। জনগনকে সচেতন থাকতে ও সাবান দিয়ে হাত পরিষ্কার করা করার কথা বলা হয়।বিনা কারণে ঘর থেকে বাহির না হওয়া, জনসমাগম এড়িয়ে চলার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীর অভিযানে সিংড়ার সাপ্তাহিক হাট অর্নিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা
পরবর্তী নিবন্ধকর্মহীন মানুষের ঘরে ঘরে খোদেজা বেগম শাপলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে