নাটোর কন্ঠ : নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন ভেভোলপ সোসাইটি মাইন্ডস আই (ডেসমি)’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার হিসাবে দেয়া হয়।
এসময় সংঠনটির সভাপতি মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুঁইয়া, স্থানীয় জনপ্রতিনিধি সালাউদ্দিন সেন্টু, আয়েশা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতেই প্রতিনিয়ত এমন আয়োজন করেন বলে জানান স্বেচ্ছাসেবকরা।
Advertisement