নাটোর কন্ঠ : নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের, জালালাবাদ হাটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা, ৩ ছাত্র নির্যাতিত হয়ে হসপিটালে ভর্তির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে স্কুলের প্রধান ফটকের সামনে অভিভাবক ও ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় বিক্ষুব্ধ অভিভাবক ও ছাত্রছাত্রীরা ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের অর্থলোপাঠ, অবৈধভাবে কমিটি গঠন, কারণে অকারণে ছাত্রছাত্রীদেরকে মারধোরসহ ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ করেন। এছারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
অভিভাবক মনোয়ার পারভেজ সোবহান বলেন, ‘গতকাল বিদ্যালয় চলাকালীন সময়ে অহেতুক কারনে ৩ ছাত্রকে অমানবিকভাবে নির্যাতন করে রক্তাক্ত করেছে, জালালাবাদ হাটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নেক্কারজনক এমন ঘটনার জন্য সঠিক তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
অভিভাবক মো. জমির উদ্দিন বলেন, ‘এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, নিজের ইচ্ছামতন পরিচালনা করেন বিদ্যালয়। তার বিরুদ্ধে অনিয়মের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাটোর সদর থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে কোনই ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’
অভিভাবক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘এই প্রধান শিক্ষকের ভয়ে বিদ্যালয়ের পাশের বাড়ির ছাত্র ছাত্রীরা অন্য স্কুলে লেখাপড়া করতে যায়। অবৈধভাবে নিজের আত্মীয়-স্বজনদেরকে নিয়ে কমিটি গঠন করেছে। নিয়োগ বাণিজ্য করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে ফাঁসিয়ে দেয়।’
নির্যাতিত দশম শ্রেণীর শিক্ষার্থী মো. আব্দুল্লাহ, মো. মিলন, অষ্টম শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থী মাহাফুজসহ অনেক ছাত্র-ছাত্রী অভিযোগ করে বলেন, ‘অহেতুক কারণেই প্রধান শিক্ষক আমাদেরকে মারধর করেছে। আমাদেরকে যখন তখন যে কোন কারণে, এভাবে মারধর করে। এই প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানাই আমরা।’
ছাত্র পেটানোর কথা স্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক এম জুলফিকার আলী বলেন, “ক্লাস চলাকালীন সময় দুই পক্ষ বিদ্যালয়ের ভিতর মারামারি করার অপরাধে তাদেরকে মেরেছি। এছাড়া এমপির ডিও লেটারে কমিটি গঠন করা হয়। অন্যকোন অভিযোগের সত্যতা নেই। আমাকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার জন্যই মানববন্ধনে এ ধরনের অভিযোগ করা হচ্ছে।”