নাটোর কন্ঠ : নাটোরের নারায়ণ কান্দি এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স এর মধ্যে সংঘর্ষে শাফায়াত হোসেন নামে নাটোর জেলা ফুটবল দলের সম্ভাবনাময় গোলকিপারের মৃত্যু হয়েছে।
এ সময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে ৩ জন আহত হয়েছে। আজ রবিবার বিকেলে নাটোর – রাজশাহী মহাসড়ক এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে নাটোর মুখী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন মুখী একটি মোটরসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়।
তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে নাটোর জেলা দলের ফুটবলার তরুণ গোলকিপার শাফায়াত হোসেনের মৃত্যু হয়। নিহত শাফায়াত হোসেন নাটোর জেলা ফুটবল দলের নিয়মিত গোলকিপার ও বিকেএসপির ১৯ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।
Advertisement