রাশেদুল ইসলাম ,নাটোরকন্ঠ:
নাটোরে সরকারীগাছ কাটার বাধা প্রদানকারীকে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। অভিয্গে উঠেছে, সোমবার সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি পাঁচআনি পুরানপাড়া এলাকার একটি সরকারী জলার ধার থেকে সরকারি দুটি শিশু গাছ ও একটি খেজুর কাটেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে নাসির উদ্দিন। করোনা প্রভাবের সুযোগ নিয়ে গত সোমবার ভোর রাতে গাছগুলি গোপনে কাটা হয়। এদিকে কাটা খেজুর গাছ বাড়িতে রেখে আসার পর শিশু গাছ দুটি নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী মুক্তিযোদ্ধা রমজান আলীসহ এলাকাবাসী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নাসির উদ্দিন । তিনি ক্ষিপ্ত হয়ে রমজান আলীকে গালমন্দ করা সহ তাকে মেরে ফেলার হুমকি দেন। বাকবিতন্ডা চলার সময় খবর পেয়ে নাটোরের সহকারী কমিশনার (ভূমি) আবু হাসা ঘটনাস্থল হাজির হলে নাসির উদ্দিন পালিয়ে যান। পরে কাটা গাছ উদ্ধর করে ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি আবু হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানি উন্নয়ন বোর্ডের জলাশয় এলাকা থেকে গাছ গুলি অবৈধভাবে কাটা হয়েছে। গাছ কাটার অভিযোগে নাসির উদ্দিন (৩৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত সোলায়মান প্রামানিক কালুর ছেলে আলতাফ হোসেনের (৩৬) বিরুদ্ধে সিয়মিত মামলা করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়ে একটি পত্র প্রেরণ করা হয়েছে।
নাটোরে সরকারী গাছ কাটায় বাধা দেওয়ায় হত্যার হুমকি আ’লীগ নেতার
Advertisement