নাটোরে সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্স- করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত প্রশাসন

0
351
Natore

স্টাফ রিপোর্টার,নাটোরকন্ঠ:

নাটোরের ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিদের সাখে এক ব্যাতিক্রম ভিাডও প্রেস কনফারেন্স করেছে নাটোর প্রশাসন। এসময় যৌথভাবে জেলার সকল প্রশাসনিক উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনাইটেড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথেেএই ভিাডও প্রেস কনফারেন্স-এ জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ বলেন,নাটোরে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ,দরিদ্র , দিন মজুর ও দরিদ্র ব্যক্তিদের জন্য মোট বরাদ্দ পাওয়া গেছে ৭৫৫ মেঃটন চাল এবং ৩৬ লাখ ১৫ হাজার টাকা। এরমধ্যে ৩৩হাজার ৩৫৪ জন ব্যক্তির মধ্যে ৪৩৭ মেঃটন চাল ও ১৯ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।অবশিষ্ঠ চাল ও টাকা দ্বিতীয় দফায় বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় তিনি আরো বলেন, জনগণকে সচেতন করতে এবং সামাজিক দুরত্ব অভিযান সফল করতে প্রতিদিন ১৫ থেকে ২৫টি ভ্রাম্যমান আদালত কাজ চালিয়ে যাচ্ছে। এসব মোবাইল টিম সামাজিক দুরত্ব বজায় লাখার নির্দেশ না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা সহ খাদ্য সামগ্রী বিতরণ করছে। তিনি জনসাধারণকে ঘরে থাকার আহবান জানান।তিনি বলেন, যেকোন পরিস্তিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে নাটোরের প্রশাসন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এই ব্যাতিক্রম ভিাডও প্রেস কনফারেন্সে বলেন, বহিরাগত ব্যক্তিদের জেলায় প্রবেশ বন্ধে ইতমধ্যে জেলার সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। সামাজিক বিচ্চিন্নতা অভিযান সফল করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জেলার থানা পুলিশ , ডিবি , ট্রাফিক সহ রিজার্ভ পুলিশেরসকল সদস্য জেলা ব্যাপী অভিযান পরিচালনা করছেন। আজ সন্ধা ৬ টার পর জনসাধারণকে ঘরে রাখতে পুলিশ আরো কঠোর অভিযান পরিচালনা করবে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, নাটোরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। ২৬টি নমুনার মধ্যে ২১টির ফলাফল নেগেটিভ এসেছে। বাকী ৫টির ফলাফল বিকাল নাগাদ পাওয়া যাবে। তিনি বলেন, করোনা আইসলেশান ইউনিটগুলো শয্যা সহ অন্যান্য সুবিধা দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। আমরা করোনা রোগীদের জন্য ৪০ টি ভেন্টিলেটর বরাদ্দ চেয়েছি। আশা করছি দ্রুতই সেগুলো পাওয়া যাবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় দু’দিনে ১৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে
পরবর্তী নিবন্ধবোরখা পরা ছিনতাইকারী গ্রেফতার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে