নাটোরে ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ

0
242

নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ানের পারকোল গ্রামে পারিবারিক কোন্দলের জেরে জাহাঙ্গীর আলম (৩৩) হঠাৎ কাঠের বাটাম দিয়ে তার বাবা- মোহাম্মদ আলী, মাতা জাহানারা বেগম ও ছোট বোন শাহিনুর খাতুনকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

জাহাঙ্গীরের বাবা মোহাম্মদ আলী বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ছেলে অটোভেন গাড়ী চালিয়ে বাড়ী ফিরে এসে তার বৌয়ের সাথে কথা বলে পরে হঠাৎ ঘর থেকে বের হয়ে এসে কাঠের বাটাম দিয়ে আমাদেরকে এলোপাথারী ভাবেপিটিয়ে রক্তাক্ত জখম করে।’

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাবা-মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও ছোট বোন শাহীনুরকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, ‘শুক্রবার দিনের বেলায় শাশুড়ী ও পুত্রবধু জোৎসনার মধ্যে ঝগড়া বিবাদ হয়। বিষয়টি জোৎসনা সন্ধ্যাবেলা তার স্বামী জাহাঙ্গীরকে জানায়। তখন জাহাঙ্গীর উত্তেজিত হয়ে তার বাবা-মা ও বোনকে লাঠি দিয়ে মেরে জখম করে। ছেলে জাহাঙ্গীর রাতেই বৌ জোৎসনাকে নিয়ে পালিয়ে শশুর বাড়ী চলে গেছে।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ‘এ বিষয়ে থানায় কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে প্রতিবন্দী ভিক্ষুককে দোকান করে দিল প্রাকৃীতি ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধসিংড়ায় নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে