নাটোর কন্ঠ : অজ ২৫ শে বৈশাখ শুক্রবার বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম শুভ জন্মদিন।
বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের মূল নায়ক, যার লেখা, দর্শন, চিন্তা, চেতনা তথা বহুমাত্রিক আলোকচ্ছটার ঔজ্জ্বল্যে ও মহিমায় বাঙালি জাতিসত্তা হয়েছে মহিমান্বিত ও গৌরবান্বিত, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৫৯ বছর আগে ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে ব্যতিক্রমী এই রবির কিরণে উজ্জ্বল হওয়া দিনটি পালনের জন্য কবির এই জন্মবার্ষিকীর দিবসে উৎসারিত আবেগ ও শ্রদ্ধা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলি গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবির গান-কবিতা, বাণী এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে সাহস যোগায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শুধু নয়, চিরকালই কবির রচনাসমূহ প্রাণের সঞ্চার হয়ে থাকবে। কবিগুরুর ১৫৯ তম শুভ জন্মদিনে নাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে কবি গুরুর চরণে শ্রদ্ধাঞ্জলি।