নাটোর দুর্গোৎসবের রঙে সাজছে

0
255
দুর্গাপূজা

নাটোর কন্ঠ : আসন্ন দুর্গোৎসবের রঙে রঙিন হচ্ছে নাটোর। মণ্ডপে মন্ডপে বর্ণিল সাজ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী এবং ডেকোরেটরের মালিক ও শ্রমিকরা। ইতিমধ্যে ভক্তদের কেনাকাটাও শুরু হতে দেখা গেছে।

নাটোরে এবার ৩৮৯টি মন্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে ০৭.০৯.২০২২ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে,

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান, পৌরমাতা ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র প্রমুখ। আগামী ১ থেকে ৫ অক্টোবর যথাযোগ্য মর্যাদা ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রত্যেক মন্ডপে শান্তি-শৃংখলা সমুন্নত রাখতে মন্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনী সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভব হলে প্রত্যেক মন্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমান পর্যবেক্ষণ টিম কাজ করবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর সংগীতাঙ্গনের বার্ষিক নৌকা ভ্রমণ : বাউল গানের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে তলব হয়রানির অভিযোগে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে