নাটোর ভিডিও জার্নালিস্ট সংগঠনের নির্বাচনে সভাপতি শরিফ,সম্পাদক লেমন

0
136

নাটোর কণ্ঠ : নাটোরে ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ১ বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এ টেলিভিশনের ক্যামেরা পারসন (ভিডিও জার্নালিস্ট) শরিফুল ইসলাম শরিফ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার ক্যামেরা পারসন (ভিডিও জার্নালিস্টি) লিমন হোসেন।

এদিকে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন (ভিডিও জার্নালিস্ট) জাহিদুল ইসলাম সুমন,

যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন (ভিডিও জার্নালিস্ট) খান মামুন,কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এনটিভির রবিউল ইসলাম রবি,

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সজিবুর রহমান সজীব ও এটিএন’র আমিন হোসেন।

গতকাল মঙ্গলবার রাতে নাটোরে মিডিয়া হাউজ এর কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন ভিডিও জার্নালিস্ট সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন ভিডিও জার্নালিস্ট ফাহাদ হোসেন।

এ সময় যে সমস্ত ভিডিও জার্নালিস্ট যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন বিটিভির মমিনুল ইসলাম, দীপ্ত টেলিভিশন এর ক্যামেরাপার্সন ভিডিও জার্নালিস্ট শাওন হোসেন সহ অন্যান্যরা।

নির্বাচন কমিশনার এর দায়িত্বে ছিলেন ডিবিসি নিউজ এর ভিডিও ক্যামেরা পারসন ভিডিও জার্নালিস্ট সৌম্য তালুকদার ও যমুনা নিউজ হাসিবুল হাসান শন্ত।

নির্বাচনের সময় নাটোরের সাংবাদিকবৃন্দ, গোয়েন্দা বিভাগ এর কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন শেষে নির্বাচিতদের

শুভেচ্ছা জানান স্থানীয় রাজনীতিবিদ শুধী সমাজের প্রতিনিধিসহ সবাই। নাটোর নিউজ২৪ এর পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ৭৮ লক্ষ টাকায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ : বেড়েছে জনদুর্ভোগ !
পরবর্তী নিবন্ধনাটোর পৌরসভায় ভারতীয় সরকারের উপহার লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে