নাটোর কণ্ঠ;
অবশেষে গুজব সত্যিতে পরিণত হল। গতকাল সন্ধ্যা রাত থেকেই গুজব উঠেছিল নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট নয় জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছেন।
সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে জানাতে না পারলেও আজ নিশ্চিত করে জানান, নাটোর সদর হাসপাতালের আয়ুর্বেদিক বিভাগের চিকিৎসক করোনা অাক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন আরো জানান, নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্মরত আক্রান্ত চিকিৎসক ও তার সাথে চিকিৎসা সেবা প্রদানকারী অপর এক চিকিৎসক এবং অফিস সহায়ককে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হাসপাতালে অপর স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। এছাড়া ওই ডাক্তারের সংস্পর্শে আসতে পারে এমন স্টাফ ও চিকিৎসকদেরকে নমুনা পরীক্ষা করার জন্য বলা হয়েছে।
Advertisement