“নারী “- জান্নাত লাবণ্য’র কবিতা

0
285
Jannat

নারী

জান্নাত লাবণ্য

এই যে টুপ করে জলে
পড়া পাতাটাও
শুধু স্রোতের তালে যায়।
মিছে আশায় কাক
তাওয়া দেয় কোকিলের ডিমে
আর প্রতারিত হয়।
জমে থাকা অভিমানে
হৃদয় খুঁড়ে আমাদের
অভিযোগ বেঁচে রয়।
নারী হয়তো হলাম
তবুও মানুষ হওয়ার
প্রচেষ্টার নেই কোন ক্ষয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআদনান ওয়াসিফ তিতাসের আজ শুভ জন্মদিন নাটোরকন্ঠ পরিবারের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধ‘শশীকণা’ থেকে ‘গৌরীকুঞ্জ’ এবং “জামির করাতির বউ ও বিভূতিভূষণের ‘আহ্বান’ গল্প”-অমিতকুমার বিশ্বাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে