নারী
জান্নাত লাবণ্য
এই যে টুপ করে জলে
পড়া পাতাটাও
শুধু স্রোতের তালে যায়।
মিছে আশায় কাক
তাওয়া দেয় কোকিলের ডিমে
আর প্রতারিত হয়।
জমে থাকা অভিমানে
হৃদয় খুঁড়ে আমাদের
অভিযোগ বেঁচে রয়।
নারী হয়তো হলাম
তবুও মানুষ হওয়ার
প্রচেষ্টার নেই কোন ক্ষয়।
Advertisement