“না বলেই”
কবি শাহিনা রঞ্জু
অবশেষে যার মুখপানে চাই
দেখি সেই দুঃখিত হয়ে আছে
সবাই ভাবে তার দুঃখ পাহাড় সমান
অথবা সাত সাগর সমান
যে যাই বলুক
পুতুলের গয়না হারিয়ে যাওয়া
বা প্রিয়জনের আনবাড়ী যাওয়া
কোন কিছুই কম নয়
শুধু সময়ের হেরফের
আহারে আমার মায়াবী সময়
ফুরিয়ে গেলে না বলেই
Advertisement