নিজের প্রতি
সুবর্ণা গোস্বামী
চলো। কেননা এই মুহূর্তের পা আগামীকাল থাকবে না।
উল্লেখযোগ্য উলে কতবার বুনেছ ভ্রমের সোয়েটার,
তবু ভালো অন্তত এখানে কিছু শীতের বুনন তো শেখা হলো।
বিরাম চিহ্নের মত শিশিরের টুপটাপ,
ঘুম বর্গের কোন এক সোনালী পাখি পোহাচ্ছে আরাম।
কুয়াশায় –
দৃশ্য এই।পরক্ষণে নেই।তৈরি থাকো এ সমস্ত ইরেজারের প্রতিপক্ষে।
সপক্ষেও থাকতে পারো।
আগুন স্নানের পর নেমেছ চাঁদতিথির নিবিড় বাসরে।
নেমে যাও নিঃশেষে।
শুধু খুলে রাখো নুপুর, চিহ্নসব।সম্ভব হলে নিজেকেও।
এ পথে ফেরা নেই।
ফিরতে পারে কেবল তোমার পাপেট নতমুখী জলে।
সুতরাং, চলো।
অথবা তৈরি হও মুছে দিতে পূর্বাপর দৃশ্যাবলী।
কেন্দ্রীভূত হও আত্ননামে।
ঢাকা।
Advertisement