নিমপাতা – কবি আসাদজামানের কবিতা

0
355
Md Asaduzzaman

নিমপাতা
আসাদজামান

সংসার নিমপাতাসম,হিমেল বাতাস
মসৃন সাজানো বহির্ভাগে, নির্যাস
গুলিয়ে খেতে, তেতো তেতো লাগে।
কখনো দুঃখ রস, সুখানুভূতি,
কান্নার লোনাজল কভু লুটোপুটি।
পরিমাণে কমবেশি হলে পরে কিছু
সেই যে দুঃখবোধ নিয়ে নিল পিছু!
যেখানে যাও তুমি ওরাও থাকে..
হাতে নিয়ে রংতুলি বেদনার ছবি আঁকে!
রঙগুলো কাঁচাপাকা হয় বেশি যত
শুকাতে দেরির সাথে দগদগে ক্ষত!
বেদনার স্বভাব সে, হয়ে যায় কবি
ক্যানভাস পেলে আঁকবেই ছবি।
আনন্দ বেদনা, দুঃখের লোনাজল
উপকরণ যাই হোক, ছবি কিন্তু অবিকল!
কেউকেউ চোখ দেখে, কেউ দেখে শিল্প
ভালোবাসা ঢের বেশি, বেদনারা অল্প।
সংসার নদী নয় সাগরের ঢেউ,
নদী ভাঙতে জানে….
সাগরে নিরাশ হয়না কেউ !
সংসার সাগরে ডিঙি নৌকা বাঁধা
পিছুটান, যন্ত্রণা থাকে আধা আধা
সংসার কিছু নয়, একসাথে থাকা
ঢেউয়ের বাঁক বুঝে ডিঙি, ভাসিয়ে রাখা।
সমসত্ত্ব মিশ্রণে ভাসে নৌকা জলে
হারালে বৈঠা খেই গভীর অতলে।
১৭.০৫.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদুরূহ অপেক্ষা এমন-  কবি কাজী আতীকের কবিতা
পরবর্তী নিবন্ধকবি শিরিন আফরোজ‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে