সাহিত্য একাডেমি নিউইয়র্ক’ ১১১তম আসর
•••নির্বোধ বাসনা•••
বেনজির শিকদার
ধরো কোনো একদিন
দূরের মেঘ যদি লুকোচুরি খেলে
সাদা মেঘের ফাঁকে l
যদি ছুঁয়ে যায় কালো মেঘ
গোপন অসুখ,
না বলা কথা যদি বৃষ্টি হয়ে ঝরে l
যদি কলঙ্ক রটে যায়!
দেয়ালের ব্যবধান ভুলে
হয়ে যেও ভিসুভিয়াস l
অজানা পৃথিবী জুড়ে
যদি লাভা বয়ে যায়
যদি না দেখায় পথ সময়ের ঘড়ি l
বুকের পাটাতন পেতে
প্রকৃতি ও পাথরের নোনতা ধোঁয়ায়
ভালোবাসা, আলিঙ্গন সবুজের ছোঁয়ায়
গড়ে নিও বিশ্বাসের মম শির যত l
শরীরের স্বাদে যদি দুর্যোগ ডাকে
যদি ছিঁড়ে খায় প্রতারক পৃথিবীর বুক,
যদি সাপের খোলস বাড়ায় দহন অসুখ,
বেদনার্ত খোঁপা জড়ায় করবীর ফুল
যদি বাসনা’রা লুট হয় সকাল দুপুর
বসন্তের কোকিল ঘুরে আলোকবর্ষ পথ,
দারুন প্রতিজ্ঞায় মেলো জীবন নূপুর l
কষ্ট পেয়ে-পষ্ট হয়ে দুয়ার খুলে দিও
ভূমধ্য ও আয়োনিয়ানের মিলিত স্রোতে
মৌতাত-ই পাখিদের কুমারী ঠোঁটে
ঢেউয়ের দ্বীপ হয়ে বয়ে নিও প্রেম
নয়নাভিরাম সিসিলির হ্রদের মতো !!