ন্যুব্জ নিবেদন
কবি বেনজির শিকদার
তুমি দেখে নিও—
দুর্যোগের রাত্রি শেষে
আমরা শিখে নেবো ঘনবৃক্ষের প্রেম!
আমাদের ঘর হবে নিখিল সবুজে ঢাকা
একরত্তি উন্মাতালের প্রেমালু বাগান!
দগ্ধ-সময়ের ক্ষতচিহ্ন মুছে—
মুখোমুখি বসবো কূজনে দু’জন
বালিহাঁসের নরম ঠোঁটের মতো
ভালোবাসা মুছে দেবে মৃত্যুর স্বাদ!
তুমি দেখে নিও—
শ্রী-হীন এ শহর হবে ঋতুবতী
অতসীর মতো খসেপড়া আস্তর সাদৃশ্য নয়
মুগ্ধতার মহিমাদীপ্ত যবনিকায় ফিরবে
ঘুণধরা অভিশপ্ত দেহের বলি-রুক্ষ ত্বক!
বন্ধ দুয়ারের আলোহীন অন্ধ-সজ্জায়
বড়ো মৌনতায় লুটোপুটি খাবে ছেনাল-রোদ্দুর,
নিকোনো যৌবন ঘিরে নেশাতুর কামরাঙ্গা-সুঘ্রাণ;
আঁখিপাতে শঙ্খচিল পারাপারের হলুদ স্বপ্নালু সাম্পান!
তুমি দেখে নিও—
দহন-বায়ু কিংবা অম্লজানে
ছেঁয়ে যাবে এ শহর— বিটপীর উলঙ্গ ডাল
মুগ্ধ চাষির আঙিনায় ফুটবে প্রেমার্দ্র বসন্তের চেরি;
নটী-জলসার মৃত্যুঠোঁট ছিঁড়ে; সাজবে ভ্রূণের-বাসর!
ধুতরা, হেমলক কিংবা আকন্দ-হিজল ভুলে
সর্বগ্রাসী হাহাকার ফিরবে অবিরল ধারাপাতে
বাতাসের চিবুক ছুঁয়ে প্রজ্জ্বলিত ধবল জোসনায়;
অমল প্রেম হবো মেঘের সিঁথিতে— আকাশের গায় !
তুমি দেখে নিও—
আলোহীন-ধূসর-মন্দাক্রান্ত সময়ের ভারে—
জলধ মেঘের মতো; যদি ন্যুব্জ হয়ে আসে পৃথিবী;
নিঃশ্বাসের হাঁপরে রেখে সুবর্ণকারের কৌশলী-চোখ;
পোড়াবো সভ্যতা; পবিত্রতার— পরিশুদ্ধ প্রার্থনায় l
•••ন্যুব্জ নিবেদন•••
বেনজির শিকদার
এপ্রিল ২০২০, নিউ ইয়র্ক