“পথখানি পড়ে থাকে” কবি শাহিনা রঞ্জুর কবিতা

0
701
natorekantho

“পথখানি পড়ে থাকে”

কবি শাহিনা রঞ্জু

ক্রমাগত বড় হওয়ার স্বপ্নে বিভোর হতে হতে
কখন যেন বুড়ো হয়ে যাই
হাতের আঙুল নাক চিবুক কপাল
খোলস পাল্টাতে থাকে
পাহাড়ের চুড়ায় রাত কাটানোর মায়াটা
আপাতত আর হবেনা ভেবে দীর্ঘশ্বাস ফেলে
আবার মাঝামাঝি পদক্ষেপে হেটে যেতে হয়।
এ এক কঠিন ষঢ়যন্ত্র
ঈশারায় পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে
পিছনে ডানে বায়ে তাকাবার জো নেই।
শুধু সামনে যেতে হবে
অথচ সম্মুখে মৃত্যু ছাড়া কেউ নেই
লাল নীল হলুদ সাদা সোনালী মৃত্যু
হে বন্ধু ধীরে ধীরে যার যার কক্ষপথে হাট
হাতের মুঠোয় থাক সুর
শুধু বাউলের প্রেমময় গান
সত্য আর মিথ্যারে নির্বাসনে দিয়ে
পিছু ফিরে দেখ একবার
সেখানে কেউ নেই কিছু নেই
রাজা নেই প্রজা নেই
বন্ধু নেই শত্রু নেই
শুধু পথখানি পড়ে আছে নিজের মতন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলাঠি বাঁশি সমিতি একটি মডেল – আব্দুস ছালাম
পরবর্তী নিবন্ধ“বৃদ্ধ” কবি সুপ্তি জামান’এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে