নাটোর কন্ঠ : ১০ মহরোম উপলক্ষে নাটোরের হাতিয়ন্দহ গণ গ্রন্থাগারের আয়োজনে সিংড়া উপজেলার আলাদি-আচোলকোট বাগেজান্নাত কাওমি মাদ্রাসায় দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
হাতিয়ন্দহ গণ গ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে,হাতিয়ন্দহ গণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক এড.বাঁকি বিল্লাহ রশিদী র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উক্ত মাদ্রাসার মুহতামিম মওলানা মোঃ আব্দুল ওয়াদুদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আলাদি-আচোলকোট বাগেজান্নাত কাওমি মাদ্রাসা সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক কামাল উদ্দিন, সাংস্কৃতিক কর্মি সুমন প্রামানিক প্রমুখ। বক্তারা বাস্তব জীবনে ১০ ই মহরোমের গুরুত্ব আলোচনা করেন। দিনটির তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন প্রধান আলোচক মওলানা মোঃ আব্দুল ওয়াদুদ।
পরে দেশ,জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। মহরোম উপলক্ষে রোজাদারদের ইফতার করানো হয়। সেসময় উপস্থিত সকলের জন্য তবারকের ব্যবস্থা করা হয় আয়োজকদের পক্ষ থেকে।