“পরিশুদ্ধ”- রেজাউল করিম রেজার কবিতা

0
425
Reza

পরিশুদ্ধ
রেজাউল করিম রেজা

কষ্টের কোন রঙ হয় না
শুধু বেদনায় নীল হয়ে যাওয়া
শরীরের স্নায়ুগুলোতে বাড়ে ব্যথা
কপালের শিরা গুলো ফুলে উঠে
দু’হাতে কপালের শিরা চেপে ধরে
চিৎ হয়ে আমি আকাশ দেখি।
ভাবি কি নির্বিকার চার পাশের মানুষগুলো
তোমার দুর্বলতা ওদের হাসির খোরাক
তোমার বেদনায় শস্তা দুঃখ প্রকাশ
আড়ালে আবডালে সমালোচনা
কারো কারো চোখে মুখে তৃপ্তির ঢেকুর।
তোমার সফলতা ওদের ঈর্ষার কারণ
এ এক অদ্ভুত দ্বিচারিতা মানুষের মনে
সে যা ভাবে তা প্রকাশ করে না
যা প্রকাশ করে তা ভাবেনা
কারণ মনটাই পরিশুদ্ধ নয়।
পরিশুদ্ধ মনে কোন গ্লানি থাকে না
থাকেনা প্রকাশে সংকোচের বালাই
মঙ্গল চেতনায় পরিশিদ্ধ মন
সহজ সরল প্রগাঢ় বিশ্বাসে ভরা
অনুভূতি গুলোর প্রকাশ ও সাদামাটা।
এই গড়পরতা হিসেবে গাণিতিক
লাভ লসের হিসেব নেই
আছে মমতায় ভরা অফুরন্ত প্রাণ শক্তি
আহা বেঁচে থাক এই প্রাণ শক্তি
সবার হৃদয়ে চিরঞ্জিব হয়ে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বদলায় ভরসার হাত, ভরসার কাঁদ”- কাজী আতীকের কবিতা
পরবর্তী নিবন্ধ বৃষ্টিমগ্নতা / নাজমুল হাসান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে