দীপ্তি জামান : মানুষের আদিম মানসে ছিল বিচিত্র ধরনের ভয়/আশঙ্কা ৷ তাই প্রতি পদক্ষেপে তারা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করত৷ মানবসমাজে এখনো অনেক ভয়ের অস্তিত্ব রয়েগেছে৷ এখনো মানুষ প্রকৃতি এবং মহাবিশ্বের প্রচুর রহস্যের পর্দা উম্মোচন করতে পারেনি ৷
সুতরাং সহজেই আন্দাজ করা যায় আগের যুগের মানুষগুলো আরো কতটা ভীতির মধ্যে বাস করত ৷যেমন পাতলা কাপড় দিয়ে দুচোখ (বাদে) মুখমণ্ডল ঢাকার প্রচলন হয় এই ভয় থেকেই নাকি৷ আগের যুগের মানুষ মনে করত, মুখমণ্ডল ঢেকে রাখা না হলে নাক মুখ দিয়ে অশুভ বা খারাপ আত্মা শরীরে ঢুকে পড়তে পারে ৷
রাজা বা সম্ভ্রান্ত পুরুষরাও মসলিন কাপড় দিয়ে মুখ ঢেকে রাখত৷ কোনো কোনো রাজা বা শাসকতো কোনো আগন্তুকের সামনে না এসে পর্দার আড়ালে বসে সক্ষাৎ গ্রহণ করতেন৷ মুখ ঢাকা এবং নেকাপ ব্যবহারের প্রচলন প্রায় সারা পৃথিবী জুড়েই ছিল৷ এর সাথে বিশেষ কোনো ধর্মের সংযোগ ছিল না ৷
ইসলাম ধর্মে হয়তো এই ঐতিহ্য থেকেই পর্দা প্রথার প্রচলন করেছে ! ইসলামপূর্ব সময় থেকে আরব অঞ্চলের মানুষ প্রার্থনার সময় মাথা ও ঘাড় আবৃত রাখত যাতে করে কোনো অশুভ শক্তি মাথা ও ঘাড়ে ভর করতে না পারে৷ পানি দিয়ে আগে হাত পা মুখমণ্ডল ধৌত করে নেয়া হতো, কারণ তাতে নাকি অশুভ আত্মা পানির সঙ্গে শীরর থেকে বের হয়ে যেত ৷