“পশরা”- কবি সমরজিৎ সিংহ এর কবিতা

0
422
সমরজিৎ সিংহ এনকে

পশরা
সমরজিৎ সিংহ

পশরা সাজিয়ে, সারাদিন, বসে আছি !
না, কেউ আসেনি !
সাতটি সমুদ্র, চন্দ্র, অসংখ্য নক্ষত্র,
গ্রহ, বালুরাশি, পাহাড় ও উপত্যকা
আমার পশরা !
আরও যে ছিল না, তা নয়,
ম্যাজিকের বাক্স, যাদুকাঠি, তন্ত্রমন্ত্র,
বশীকরণ তাবিজ সহ
স্বপ্নবীজ, গোরস্থান, চিতা, সব ছিল !

সারাদিন গেল !
না, কেউ আসেনি !
সূর্যাস্তের আগে, হুবহু আমার মত
একজন এসে নিয়ে গেল
ম্যাজিক আয়না !

আশ্চর্যের কথা, লোকটার
ধড়ের উপরে কোন মাথা নেই, কণিষ্কের মত ।
বলল, আয়না প্রতারণা
করে না কখনো !

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“সিংড়ার তো সবাই সাংবাদিক!!” – আবু জাফর সিদ্দিকী
পরবর্তী নিবন্ধ“সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক ১০৯তম আসর ! “-বেনজির শিকদার, নিউইয়র্ক থেকে: 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে