পানসে- শাহিনা খাতুন
সবকিছু পানসে হতে দেখেছো কোনদিন
ডালের বড়ি খেজুরের গুড় শাপলা ফুল
আঁচলে টার্সেল দেওয়া সিল্কের শাড়ী
আড়ংয়ের কাঠের চুড়ি মোতির মালা
অক্সিডাইজের কানের দুল বাটার স্যান্ডেল
কলাপাতার ডায়েরি ভাজ খুলতেই
একটা কবিতার লাইন কোত্থেকে যেন
কলমের আগায় এসে উঁকি দেবে।
অনেকদিন ধরে নানা লাইব্রেরী খুঁজে
হঠাৎ পেয়ে যাওয়া প্রিয় বই
অপেক্ষায় থাকে হাতের ছোঁয়ার
সেই কিশোর বেলায় যার মুখ দেখবো বলে
দিনভর অপেক্ষা করতাম
কিন্তু সে সামনে এলে লজ্জায় ভয়ে
চোখ তুলে চাইতাম না
অথবা অনেক ভালবেসেও যাকে
বলিনি কোনদিন ভালবাসি তোমায়
সেও যদি সামনে এসে বলে
চল হাত ধরে হাটি আজ কিছুক্ষণ
তবুও বলবো ভালো লাগছেনা কিছু।
আমাকে ভিখিরি করে কেউ একজন
লুকিয়ে থাকে কোনখানে
আমার জানা নেই
ভালো আছো? মন্দ আছো?
আমাকে নিরানন্দ করে জানিনা
সে আনন্দ পায় কিনা।
Advertisement