পার্সলে পণ্যের বদলে মানুষ পরিবহন, ভাইরাল

0
321

ঢাকা থেকে রাজশাহীতে পার্সেলে পণ্যের পরিবর্তে মানুষ পরিবহনের একটি ছবি ও নিউজ ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনা এরই মধ্যে আহমেদ কুরিয়ার সার্ভিস কে লক্ষ টাকা জরিমানা ও আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। আসল তথ্যঃ ঢাকা থেকে রাজশাহীতে পার্সেল যোগে পণ্যোর বদলে মানুষ নিয়ে আসাই আহমেদ কুরিয়ার সার্ভিস কে ১ লক্ষ্য জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আহমেদ পার্সেল সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনাকে করো ভয় – শাহরিমা বৃতি 
পরবর্তী নিবন্ধবিপন্নের বিপন্ন ভাবনা -সুপ্তি জামান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে