পাল্টানো জীবন
সুরজিত সরকার
পাল্টে যাচ্ছে সাইনবোর্ডে ভাষা,
মৌখিক লোকাচার।
গাছা-পালা রাস্তা, চেনা মুখগুলোর জায়গা নিচ্ছে অচেনা অবয়ব।
জম্মস্থান, পাড়া-গলি পেছনে সরে যাচ্ছে;
রাস্তার কালো পিচে ঘুরছে চাকা মুহুর্তে সরে যাচ্ছে চেনা সব কিছু।
নতুন নামে, নতুন গানে গল্প তৈরী হবে হয়ত;
থেমে থাকেনা জীবন, ঘুরে চলে চাকা।
গন্তব্য নতুন পাড়া, নতুন মোড়।
নতুন অজানাকে শুরু হয় জানা
আমরা মানুষ শালা সত্যিই, আজম্ম অভ্যাসের দাস।
মানিয়ে গুছিয়ে পটের বিবি বনে যায়;
যেতে হয়।
তবুও ফাঁকা সময়ে কিংবা অবসরে আকাশ দেখায়,
কাটা দাগে কাঁটা বিঁধে উগলে উঠে।
এইতো, এইতো তখনও ছিলেম।
উৎসর্গ: বন্ধু ভালোবাসি তোকে…
Advertisement