“পাহাড়ের স্বরলিপি” কবি শাহিনা রঞ্জুর কবিতা

0
641

“পাহাড়ের স্বরলিপি”

কবি শাহিনা রঞ্জু

পাহাড়ের স্বরলিপি শুনে শুনে
বৃক্ষের গায়ে অচিন লতারা জড়ায়
আল্পনা আঁকা পোকাদের ভাষায়
কথা বলেছিল কোন এক ঋষি
সহজ ঝর্ণাধারার সুর
বড় বেশী সুমধুর
একদিনও যদি ফিরে না দেখ
তবে তোমার দেখার কমতি রয়ে যাবে।
কাঁদতে পার বারবার
তোমার কান্নায় যদি সূর্য ওঠে
উঠতে দাও, ভুলে যেতে দাও
এখানে বহুকাল ধরে বরফের আড়ালে
সকল সবুজ কান্নারত ছিল।
যে পাখির এখোনো নাম রাখেনি কেউ
এখানে তার দেখা পেয়ে যেতে পার
উঁকিঝুঁকি দিয়ে সে তোমায় দেখে নেবে
একবা দুইবার অথবা তিনবার
তারপর উড়ে উড়ে ঘুরে ঘুরে
তোমার সাথি হয়ে যাবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আত্মকথন” কবি আজাদুর রহমান ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“আমার সাতকাহন” -মনিমূল হক -পর্ব-০১

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে