পৃথিবী আবার শান্ত হবে
-কবি চিন্ময় সরকার
সৃষ্টির সেরা জীব যখন
করোনার প্রতিষেধক তৈরিতে ব্যস্ত,
তখন কুয়াকাটার লাল কাঁকড়াগুলো
তাদের ফিরে পাওয়া
বেলাভূমিতে আলপনা আঁকায় মত্ত।
কক্সবাজারের তীরে আসা
ডলফিনগুলো যেন আমাদের বলছে;
আমরাও পৃথিবীর সমান অংশীদার।
করোনা পৃথিবীর দূষণ কমিয়েছে,
ওজন স্তরেরও প্রভাব পড়েছে,
ভেনিস নগরীর খালগুলো আজ
স্বচ্ছ নীল জলে টলমল করছে।
পবিত্র গঙ্গা দূষণ মুক্ত হয়েছে।
বদলে যাওয়া পৃথিবীতে-
শুধু কপালে
চিন্তার ভাঁজ পড়েছে মানুষের!
কালান্তরের স্রোতে
একদিন সব ভুলে যাব আমরা
তাই আশাবাদী হয়ে নচিকেতার গানে
সুর মিলিয়ে বলবো-
“একদিন ঝড় থেমে যাবে
পৃথিবী আবার শান্ত হবে”।
Advertisement