পৃথিবী আবার শান্ত হবে -কবি চিন্ময় সরকার’এর কবিতা

0
1263
চিন্ময় সরকার

পৃথিবী আবার শান্ত হবে

-কবি চিন্ময় সরকার

সৃষ্টির সেরা জীব যখন
করোনার প্রতিষেধক তৈরিতে ব্যস্ত,
তখন কুয়াকাটার লাল কাঁকড়াগুলো
তাদের ফিরে পাওয়া
বেলাভূমিতে আলপনা আঁকায় মত্ত।
কক্সবাজারের তীরে আসা
ডলফিনগুলো যেন আমাদের বলছে;
আমরাও পৃথিবীর সমান অংশীদার।
করোনা পৃথিবীর দূষণ কমিয়েছে,
ওজন স্তরেরও প্রভাব পড়েছে,
ভেনিস নগরীর খালগুলো আজ
স্বচ্ছ নীল জলে টলমল করছে।
পবিত্র গঙ্গা দূষণ মুক্ত হয়েছে।
বদলে যাওয়া পৃথিবীতে-
শুধু কপালে
চিন্তার ভাঁজ পড়েছে মানুষের!
কালান্তরের স্রোতে
একদিন সব ভুলে যাব আমরা
তাই আশাবাদী হয়ে নচিকেতার গানে
সুর মিলিয়ে বলবো-
“একদিন ঝড় থেমে যাবে
পৃথিবী আবার শান্ত হবে”।

Advertisement
উৎসচিন্ময় সরকার
পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ে যাওয়া সেই পরিবারে পাশে “জাগো বাহে কোনঠে সবায়”
পরবর্তী নিবন্ধকরোনা উপসর্গ নিয়ে নাটোরের সিংড়ায় গৃহবধূর মৃত্যু, পুরো গ্রাম লকডাউন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে