পৃথিবী তুমি
আনারুল ইসলাম
আরাম-আয়েশ কিংবা প্রাচুর্য্যের হাতছানি
যদিও এখনও ফাঁকা মোর হাতখানি;
দূরে কোথাও যেতে তবু
চায় না আমার মন।
বিকেলে ব্যালকনিতে পাশাপাশি দাঁড়িয়ে দুজন
দূরের আকাশ দেখতে অজস্র শান্তি জানি।
তোমার হাতে বানানো নাস্তা খেয়ে
আমার রোজকার সকালটা শুরু হলে
সকাল থেকে বিকাল কিংবা রাত গড়িয়ে এলে
জীবিকার প্রয়োজনে ক্লান্তিহীন ছুটাছুটি চলে;
তবুও তোমাকে নিয়ে ভাবনা সময়ে-অসময়ে
চলতে থাকে সারাদিন প্রতিদিনই।
ভোগ-বিলাস কিংবা কোন রাজ্যের লোভে নয়
রোজ রোজ তোমাকে একটু হলেও দেখতে লোভ হয়;
দিনশেষে কর্মক্লান্ত দেহে ফিরি যখন ঘরে
সব সুখ ধরা দেয় তোমারই বাহুডোরে।
পৃথিবী জয়ের প্রতিযোগিতা যার মন চায় করুক
তুমি আমার পৃথিবী, তুমি আমার রানী।
Advertisement