প্রতিমন্ত্রী পলকের সুস্থতা কামনায় ৮শতাধিক মসজিদে দোয়া

0
173
nATORE KANTHO

বেল্লাল হোসেন বাবু : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি এবং তার দুই ছেলে অপূর্ব ও অর্জনের রোগ মুক্তি কামনা করে সিংড়া উপজেলার ৮২০টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা দোয়ার আয়োজন করে উপজেলা ও পৌর আ.লীগসহ এর সহযোগী সংগঠন। এছাড়াও সিংড়া দমদমা আল জামেয়াতুল কোর আনিয়া মাদ্রাসার এতিম ও ওয়ালামাদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে করোনা আক্রান্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি ও তার পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনা করা হয়েছে।

সিংড়া পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা আলী আকবর। দোয়া অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন।

সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিমন্ত্রী ও তার দুই সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় তার বাসভবনে আইসোলেশনে রয়েছেন। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলে অপূর্ব ও অর্জনের করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে এই দোয়ার আয়োজন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ
পরবর্তী নিবন্ধছোট ভাইকে হত্যার উদ্দেশ্য গুলি!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে