“প্রথম লগ্ন” -মুন রায় চৌধুরী’র কবিতা

0
383
মুন রায় কবি এনকে

প্রথম লগ্ন
–মুন রায় চৌধুরী

যৌবনের প্রথম লগ্নে প্রেম এসে কড়া নেড়ে ছিল মনের দুয়ারে।
সব চোখ রাঙানীকে উপেক্ষা করে নীলাকাশে পাখনা মেলে ছিলাম।
মেঘ পুঞ্জ এসে ভিজিয়ে দিয়েছিল মনের দ্বিধা ধন্দ কে।
তোকে ভালোবেসে পা ফেলেছিলাম এক অচেনা জগতে।
দুরু দুরু বুকে দোলা খেলেছিল প্রেমের ভাবনা গুলো।
মায়ের ঘুম পাড়ানি গানও আর ঘুম পাড়াতে পারতো না।
আধো আধো ঘুমের মধ্যে তোর মুখ ভেসে বেড়াতো।
ওষ্ঠ সিক্ত হয়ে ছিল প্রথম তোর চুম্বনে।
আজো সেই পরশ অনুভূত হয় স্বপ্নে যখন তোর ছোঁয়া পাই।
আজ দুজনার দুটি পথ, পথ হারাবার নেই ভয়।
তোকে মনে মনে এখনো চাই , যদি একবার দেখা পাই।
মুন রায় চৌধুরী
13/01/2020

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“অবুঝ গ্রাম” কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে সরকারি খাল উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে