“প্রভুত্বকারী নয়” কবি সুপ্তি জামান’এর কবিতা

0
461
www.natorekantho.com

“প্রভুত্বকারী নয়”

কবি সুপ্তি জামান

আমি সব বই বন্ধ করে
সব কবিতাকে ছুটি দিয়ে
তোমার বাহুতে সমর্পিত হতে
তোমার বুকের কাছে
গুটিশুটি হয়ে পরে থাকি।
তুমি বুকে তুলে নাও না
আদিম জিনের ধারক বাহক হয়ে
তুমি কেবল আমাকে
পায়ের নিচে ঠেলে দিতে চাও।
আমি পায়ের নিচে ভীষন অস্বস্থিতে থাকি,
আমিও যে বেগম রোকেয়া,
সিমন দ্যা বেভোয়ারের জিন বহন করি।
আমি তাদের বিশ্বাসে বিশ্বাস রাখি।
এই পৃথিবীতে
নারী আর পুরুষ সহযোগী, বন্ধু মাত্র
প্রভুত্বকারী নয় কেউ কারো উপর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“প্রাণখোঁজা দৃশ্য”-অর্জুন থিয়েটারওয়ালা
পরবর্তী নিবন্ধ“ভালোবাসার সাতকাহন” কবি আজিজা রুপা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে