প্রস্ত্তুত হও -দেবাশিস সরকার‘এর কবিতা

0
174
Debashish Sarker

প্রস্ত্তুত হও

দেবাশিস সরকার

গুমোট স্তব্ধতায় স্পর্শকাতর
রাতের নিবিড় অন্ধকার;
তবু উষ্ণতার ছোঁয়ায় হিজল
গাছটির ছায়ায় উদ্দাম আলো,
সে আলোয় ভেসে যাচ্ছে,
পুড়ে যাচ্ছে জন্মান্ধ বিবেকের মিছিল,
আহ কি শান্তি !
দ্রবীভূত সুখ দেখা দেবে নতুন সূর্য উঠার ক্ষনে
আর মুছে যাবে সমস্ত রাতের গন্তব্যহীন দাগ।
এবার প্রস্ত্তুত হও নতুন ভোরে
নতুন লড়ায়ে নামার,
সারি সারি পিঁপরেরা প্রস্তুত
নকল মধুর মোহে দিতে প্রাণ,
অবারিত নীলিমার তল্লাট জুড়ে
কপট সৃষ্ট বিপর্যয় রোধে
একযোগে নেমে এসো ওগো প্রাণ
সোনারোদের ছোঁয়ায় দারুন প্রফুল্লতায়।

১৩-১২-১৩

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমায়াবী শংকর -ড. অনীক মাহমুদ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশঙ্খ -কবি আসাদজামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে