প্রহেলিকা ফাঁদ আতংক/
কাজী আতীক।
অভিশপ্ত মনন থেকে বহমান ভ্রান্তির স্রোত
ক্লান্তি অবশেষ যেমন সংক্রমণ আতংক হয়ে
পুড়িয়ে ফেলে শান্তিসুখ অনুরাগ বিহ্বলতা প্রেম,
জাগিয়ে তোলে মনে কেবল আত্মপ্রেম বিভ্রম,
জাগে বিভ্রান্তি যেমন জীবন নিজের জন্য কেবল!
কখনো পেয়ে যায় তকমা বাস্তবের স্বরূপ
যদিও যাকিছু দেখেছে চোখ
কিংবা যাকিছু শুনেছে কান
সবই হয়তো এর বানোয়াট গল্পকথা কেবল
যেমন কানকথা অথবা মরুর মরীচিকা যেমন,
যদি বন ছেড়ে শুরু মনে ভয়বাঘের বসবাস,
তখোন বৃষ্টির মানে দাঁড়ায় বন্যার পূর্বাভাস
জোয়ার ভাটার জল জাগায় জলোচ্ছ্বাস সুনামির ভয়
ভারি বাতাসের মানে দাড়ায় শুধু অশনিসংকেত যেনো,
স্বার্থবাদীরা তৈরি করে সুযোগে- প্রহেলিকা ফাঁদ আতংক।
সময় বইছে দেখো সময়ের নিজস্ব আবর্ত মেনে, অবিরত।
তুমি আমি সময়েরই ক্রীড়নক- কেউ মানো বা না মানো।
(নিউ ইয়র্ক ৮ মার্চ ‘২০২০)
Advertisement