“প্রেমবিষ”- এম আসলাম লিটনের কবিতা

0
299
লিটন-এনকে

প্রেমবিষ
এম আসলাম লিটন

মাটির প্রেমে আদিম সুখে কৃষিকাজ করে মানুষ
মেতে ওঠে সৃস্টির নেশায়,
মাটির সাথে আদিম মজ্জাগত সে প্রেম
অনাবিল সময়ের সাদাকালো স্বপ্নমাখা আশা
বুকের ঠিক মাঝখানে বাঁধে বাসা; অমোঘ ভালবাসায়।

অথচ বণিকসমাজ ছলাকলাখেলায়
পথে পথে খুলে বসে মানবতার পশরা
আমাদের প্রেম ব্যাচে, স্বপ্ন ব্যাচে ;
বেঁচে থাকার সুখ ব্যাচে বেশ চড়া দামে!
বণিকসমাজ জানে না, প্রেম বিষিয়ে গেলে
শুধু ঠোঁটে নয়; বুকে নয়; চোখে নয়
তিলে তিলে প্রেমবিষ জমে ওঠে তিরের ফলায়!

তাই আদিমসমাজ, প্রেম আর তির
শক্ত করে ধরে রাখে হাতের মুঠোয়!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅনুষ্ঠিত হয়ে গেলো ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র ১১১ তম মাসিক সাহিত্য আসর
পরবর্তী নিবন্ধ“এক বরষায়” কবি রুমকি আনোয়ার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে