“প্রেমিকা”- অনিন্দিতা সেনের কবিতা

0
313
অনিন্দিতা সেন

প্রেমিকা
অনিন্দিতা সেন

ও মেয়ে কেন তুমি অন্যরকম?
কেনই বা নিজের মত প্রণয় গড়ো?
বোরো পাহাড়ের কোনায় কোনায়
ধুন গাইছে রাখালিয়া সুর,
মেষপালকের দেশে যার বাড়ি,
ও….মে…য়ে… তুমিও কি যাও
মেঠো পথ ধরে…. পাকদণ্ডী বে…য়ে…?
সেই প্রেমিক রাখাল কি তোমার হল মে…য়ে?
হাত ধরাধরি হারিয়ে যাওয়া নিরুদ্দেশে পাড়ি!
ও… মে…য়ে… চাও না একটি বার…চাওনা
ভিনদেশি এই প্রেমিক টির পানে!
যেখানে মায়াময় আলোর কারুকাজ
শুকতারা হয়ে ঘর বাঁধে!

অনিন্দিতা সেন
পশ্চিমবাঙলা,ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“উৎপাটন!”–চঞ্চল কুমার ভৌমিকের ছড়া
পরবর্তী নিবন্ধএবারের একুশে বইমেলায় -সালমা সুলতানার ‘দহন’ গল্পগ্রন্থ, রকমারিতে পাওয়া যাচ্ছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে