প্রেমের প্রকাশ -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
799
Shaheena-Ronju

প্রেমের প্রকাশ

কবি শাহিনা খাতুন

সবাই দেখছো আমি চুপ করে আছি
ভিতরে ভিতরে আমি তোলপাড় করে ফেলেছি
এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ।
সবাই দেখছো আমি কথা বলে যাচ্ছি
ভিতরে ভিতরে আমি নিস্তব্ধ হয়ে গেছি
আমি অবাক হয়ে দেখছি থমকে যাওয়া বাংলাদেশ।
এ এক যুদ্ধ
এ যুদ্ধ ভালবাসার
যদি বলো মাকে ভালবাসি
যদি বলো সন্তানকে ভালবাসি
যদি বলো প্রেয়সীকে ভালবাসি
যদি বলো এ দেশকে ভালবাসি
তবে সামিল হতে হবে।
সামিল হতে হবে দুমুঠো ভাত নিয়ে
সামিল হতে হবে একবাটি ডাল নিয়ে
নতুন কিছু কৌশল নিয়ে সামিল হতে হবে
যার যা আছে তা নিয়ে ঝাপিয়ে পড়ার যুদ্ধ নয়
এখন উদঘাটন করতে হবে কার কী আছে
প্রতিদিন নতুন কোনো বিহিত আর
প্রতিদিন নতুন কোনো দুঃখ নিয়ে
প্রস্তুত হতে হবে।
যদি প্রশ্ন করো সে নতুন কেমন
এখনই আমি তার বর্ণনা দিতে পারবোনা
তবে জানি খুঁজে বের করতে হবে
কী হবে প্রেমের প্রকাশ।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধ‘বিষাদময় দিনরাত্রি’ – কামরুল হাসান কামু’র কবিতা
পরবর্তী নিবন্ধক্ষমো হে আমায় -কবি বেণুবর্ণা অধিকারী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে