“প্রেম “- সমরজিৎ সিংহ’র কবিতা

0
287
সমরজিৎ সিংহ এনকে

প্রেম
সমরজিৎ সিংহ

প্রেম হবে চুমুহীন, বলেছিল মেয়ে,
চুমুতে এলার্জি হয়, শির শির করে,
শরীরে আগুন ধরে গেলে নেভাবে কে ?
দমকল নও তুমি । বল, রাজি আছ ?

চতুর্দশপদী কবিতার মত মেয়ে,
একটু এলানো যেন সে অক্ষরবৃত্ত,
আট ছয় অথবা ঐ চার চার দুই
শরীর মেয়ের । কোনো হিসাব মেলে না ।

স্পর্শকাতরতা ছাড়া কোনো দোষ নেই
আমার, বলেছি তাকে । চুম্বনে অর্ধেক
অসুখ মুহূর্তে ছেড়ে যায়, জান, মেয়ে ?
অবসাদ কেটে যায় বিষণ্ণ লোকের ।

মেসেঞ্জার চুপ থাকে কিছুটা সময় ।
তারপর ইমো আসে রিক্ত আষাঢ়ের ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ব্যাংক” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“শুভ জন্মদিন কথাসাহিত্যিক আরমানউজ্জামান”-মাসউদ আহমাদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে